নাছিমুল ইমন ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল ২০১৯ সালে যখন IUBAT—International University of Business Agriculture and Technology আমাকে আমন্ত্রণ জানায় তাদের বিশ্ববিদ্যালয়ে সেমিনার করানোর জন্য। এরপর থেকেই নাসিমুল ভাইয়ের সাথে যোগাযোগ ছিল এবং আমাদের জেনুইন শুভাকাঙ্ক্ষীর মধ্যে উনি একজন। ২০২০ এ মহামারীর শুরুতে আমি যখন Pial Barua কে নিয়ে বাংলা অটোমোবাইল স্কিলস কে নতুন করে ঢেলে সাজাই এবং অনলাইনে অটোমোবাইল রিলেটেড কোর্স শুরু করি, তখন নির্দ্বিধায় নাসিমুল ভাই সব কোর্স করেন, এমনকি নিন্দুক কেউ সমালোচনা করতে এলে তিনি নিজেই সেটার কঠিন জবাব দিয়ে দেন কয়েকবার। আজ নাসিমুল ভাইয়ের মেসেজ পেয়ে মনটা ভালো হয়ে গেলো। ভাইয়া আজকে রানার অটোমোবাইল এ জব পেয়েছেন এবং তিনি বলেন যে তিনি আমার এবং বাংলা অটোমোবাইল স্কিলস এর প্রতি কৃতজ্ঞ। এরপর জেনে ভালো লাগলো যে ভাইভা তে নাকি আমাদের কোর্স থেকে ১০০% কমন এসেছিল। অনেকের কাছে সামান্য হতে পারে কিন্তু আমার জন্য এটি বড় একটি অর্জন।
তবে এই অর্জন শুধু আমার না। এই অর্জন বাংলা অটোমোবাইল স্কিলস এর পুরো টিমের। পিয়ালের পাশাপাশি Shaswato Barua , Ibrahim Khalil Apurba , Joy Barman Sagar , Arnab Dutta , Shofiul Alam Shuvo প্রত্যেকেই এই অর্জনের অংশীদার। বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের সিস্টেম ডেভলপার Asimuzzaman Mansib । আরেকজনের কাছে আমি ঋণি, তিনি হলেন A M Ishtiaque Sarwar ভাই। বাংলা অটোমোবাইল স্কিলস এর শুরু থেকে সারোয়ার ভাই নানা পরামর্শ এবং উৎসাহ দিয়ে এসেছেন নি:স্বার্থভাবে। তারই প্রতিষ্ঠান aamarpay এর পেমেন্ট গেটওয়ে আজ সক্রিয়ভাবে চালু রয়েছে বাংলা অটোমোবাইল স্কিলস এর ওয়েবসাইটে।